সরকারি বই বিক্রি, প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা

ফরিদপুর, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ফরিদপুর | 2023-08-30 10:20:46

সরকারি বই বিক্রির অভিযোগে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না এসি বোস ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মো. মোখলেছুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে মামলাটি ফরিদপুর জেলা দুর্নীতি দমন কার্যালয়ে হস্তান্তর করেছে বোয়ালমারী থানা পুলিশ। এর আগে সকালে ওই শিক্ষকের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন বোয়ালমারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহিম।

জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে শিক্ষার্থীদের জন্য বরাদ্দ ২০১৭ শিক্ষাবর্ষ থেকে ২০১৯ শিক্ষাবর্ষের বিভিন্ন পাঠ্যপুস্তক বিক্রি করেন ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না এসি বোস ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মো. মোখলেছুর রহমান। ওই পাঠ্যপুস্তকগুলো ৬ষ্ঠ শ্রেণি থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের। বিক্রি করা বইগুলোর ওজন প্রায় ২৪০ কেজি। ক্রেতা ওই বইগুলো ভ্যানযোগে নিয়ে যাওয়ার সময় তা জব্দ করে বোয়ালমারী থানা পুলিশ।

আইন অনুযায়ী বিনামূল্যে বিভিন্ন শ্রেণিতে সরবরাহ করা সরকারি বই বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। কোনো বিদ্যালয়ে শিক্ষার্থীর চেয়ে বই বেশি গেলে তা উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে ফেরত দেয়ার বাধ্যবাধকতা রয়েছে।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান বলেন, ‘সরকারি বই বিক্রির ঘটনায় মামলা হয়েছে। মামলাটি আমরা ফরিদপুর জেলা দুর্নীতি দমন কার্যালয়ের উপ-পরিচালকের কাছে হস্তান্তর করেছি। তারা বিষয়টি তদন্ত করবে।’

এ সম্পর্কিত আরও খবর