কুমিল্লায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

কুমিল্লা, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুমিল্লা | 2023-08-23 19:53:58

কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজারে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ওই বাজারের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরুল হাসান।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযানে নিমসার জুনাব আলী কলেজের সামনে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনাসহ শতাধিক দোকান উচ্ছেদ করা হয়। এখানে অবৈধ স্থাপনা তৈরি করে ব্যবসা পরিচালনা করে আসছিল স্থানীয় কিছু অসাধু ব্যক্তি। এতে কলেজের শিক্ষার্থীদের চলাচলে প্রতিবন্ধকতাসহ মহাসড়কে যানজট সৃষ্টি হচ্ছিল।

ইউএনও মো. ইমরুল হাসান জানান, নিমসার জুনাব আলী কলেজ সংলগ্ন সড়ক ও জনপদ অধিদপ্তরের ভূমিতে অবৈধ দোকানঘর ও স্থাপনা উচ্ছেদে হাইকোর্টের নোটিশ ছিল। তাই উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়।

তিনি আরও জানান, অবৈধ স্থাপনা যেন এখানে আর গড়ে না ওঠে সেজন্য উপজেলা প্রশাসন ফলোআপ করবে।

উচ্ছেদ অভিযানের সময় আরও উপস্থিত ছিলেন- সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী ড. মো. আহাদ উল্লাহ, বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস ও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তাহমিদা আক্তারসহ বাজার কমিটির নেতারা।

এ সম্পর্কিত আরও খবর