ভর্তি পরীক্ষা, নোয়াখালীতে ৫শ পরীক্ষার্থীর থাকা-খাওয়া বিনামূল্যে

নোয়াখালী, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নোয়াখালী | 2023-08-22 16:41:31

নোয়াখালী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি ইচ্ছুক ৫শ পরীক্ষার্থীর থাকা খাওয়ার ব্যবস্থা করেছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।

শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ১০টা থেকে ১ ঘণ্টা ২০ মিনিটের ওই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে নোয়াখালী চৌমুহনী পৌরসভার মেয়র আক্তার হোসেন ফয়সল জানান, বেগমগঞ্জস্থ নোয়াখালী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি ইচ্ছুক ৫শ পরীক্ষার্থীর থাকা খাওয়ার ব্যবস্থা বিনামূল্যে করা হয়েছে। ইঞ্জিনিয়ারিং কলেজ, চৌরাস্তা জালালা উদ্দিন কলেজ, কালচারাল একাডেমি ও উপজেলা চেয়ারম্যান ওমর ফারুক বাদশার বাসায় পরীক্ষার্থীদের থাকার ব্যবস্থা করা হয়েছে।

নোয়াখালী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ প্রকৌশলী একেএম বজলুল হক জানান, ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ১২০ সিটের বিপরীতে ৯১০ জন ভর্তি ইচ্ছুক পরীক্ষার্থী রয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি এমপি মামুনুর রশিদ কিরণ, চেয়ারম্যান ওমর ফারুক বাদশা ও চৌমুহনী পৌরসভার মেয়র আক্তার হোসেন ফয়সল ৫শ পরীক্ষার্থীর থাকা খাওয়ার বিশেষ ব্যবস্থা করেছেন।

এ সম্পর্কিত আরও খবর