মেকআপে পুড়ল গৃহবধূর মুখ, আটক ৩

নোয়াখালী, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম,নোয়াখালী | 2023-08-28 23:46:30

নোয়াখালী সদরে মেয়াদোত্তীর্ণ প্রসাধনীতে মেকআপ করতে গিয়ে এক গৃহবধূর মুখ ঝলসে গেছে। এতে ৩ নারীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযোগে, রোজ বিউটি পার্লারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাত ৮টার দিকে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রোকনুজ্জামান খান এ আদালত পরিচালনা করেন। এ সময় আদালত পরিচালনায় সহযোগিতা করে সুধারাম থানার পুলিশ।

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পার্লারের মালিক নাসিমা আক্তার (৪০), পার্লারকর্মী সিমু (২২), সূচিকে (২০) এক মাসের কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন পণ্য জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, এক প্রবাসীর স্ত্রী’র অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। সন্ধ্যায় তিনি গায়ে হলুদের অনুষ্ঠানে যাওয়ার জন্য সদরের নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন রোজ বিউটি পার্লারে সাজতে যান। সেখানে মেয়াদোত্তীর্ণ প্রসাধনী দিয়ে মেকআপ করা হলে মুখ আগুনে পোড়ার মত ঝলসে যায়।

অভিযানের পাশাপাশি ক্রেতা ও গ্রাহকদের সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন অভিযান পরিচালনাকারীরা।

এ সম্পর্কিত আরও খবর