ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতুতে পরিবহন চলাচল সীমিত করা হয়েছে বলে জানা গেছে। এতে সেতুর ওপর দিয়ে ধীরগতিতে চলাচল করছে যানবাহন। কুয়াশার কারণে সেতুর ওপর যানবাহন সর্তকতার সঙ্গে চলাচল করতে মাইকে ঘোষণা করে চালকদের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে টোলপ্লাজা হতে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যার পর থেকে ঘন কুয়াশার কারণে থেমে থেমে সেতুর উভয় পাড়ের টোলপ্লাজা হতে পরিবহন ছাড়া হচ্ছে বলে সেতু কর্তৃপক্ষ জানিয়েছে।
এছাড়া ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু (পূর্ব) মহাসড়কের এলেঙ্গায় ৩০০মিটার অংশের সড়ক সম্প্রসারণ কাজ ও খানাখন্দের কারণে পরিবহনগুলো ধীরগতিতে চলছে। এতে ৩শ মিটার সড়ক পাড়ি দিতে সময় লাগছে ২০-৩০মিনিট। আবার মহাসড়কে পরিবহনের সংখ্যা বেশি হলে যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়তে হয় যাত্রী ও চালকদের।
বঙ্গবন্ধু সেতু (পূর্ব) থানার অফিসার ইনচার্জ কাজী আয়বুর রহমান বলেন, ঘন কুয়াশার কারণে সেতু এলাকায় পরিবহন ধীরগতিতে চলাচল করছে। তবে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।