দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়

চুয়াডাঙ্গা, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চুয়াডাঙ্গা | 2023-08-26 08:33:39

শীতের তীব্রতায় নাকাল পুরো দেশ। দমকা বাতাসের সঙ্গে সঙ্গে বেড়ে গেছে শীতের প্রকোপ।

শুক্রবার (২০ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড চুয়াডাঙ্গায় ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

এ তথ্য নিশ্চিত করে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক সামাদুল হক জানান, দ্বিতীয় দিনের মতো আজও শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। সামনের দিনগুলোতে চুয়াডাঙ্গার তাপমাত্রা আরো কমে যেতে পারে বলে জানান তিনি।

শীতের তীব্রতায় আগুন পৌহাচ্ছে খেটে খাওয়া মানুষ, ছবি: বার্তা২৪.কম

এদিকে বেলা বাড়লেও কমছে না শীতের তীব্রতা। ভোর থেকে ঘন কুয়াশার চাদরে ডেকে থাকছে সারা চুয়াডাঙ্গায়। বেলা বাড়ার সাথে সাথে সূর্যের দেখা মিললেও নেই কোন উত্তাপ। ঠাণ্ডা বাতাসে বেড়েছে জনজীবনের দুর্ভোগ।

শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। এছাড়া সাধারণ মানুষ বিশেষ প্রয়োজনীয় কাজ ছাড়া ঘর থেকে বের হচ্ছে না।

আরও পড়ুন: মেহেরপুর-চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

এ সম্পর্কিত আরও খবর