ঈশ্বরগঞ্জে যত্রতত্র বিক্রি হচ্ছে সিলিন্ডার গ্যাস

ময়মনসিংহ, দেশের খবর

রাকিবুল ইসলাম রাকিব, উপজেলা করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, গৌরীপুর (ময়মনসিংহ) | 2023-08-30 14:08:34

নীতিমালা লঙ্ঘন করে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শহরে যত্রতত্র বিক্রি হচ্ছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডার। অনুমোদিত প্রতিষ্ঠান ছাড়া পেট্রোলজাতীয় দাহ্য পদার্থ বিক্রির বিধান নেই। কিন্তু নীতিমালা উপেক্ষা করেই শহরের মোড়ে মোড়ে অবাধে ও অরক্ষিত এলপিজি সিলিন্ডার বিক্রি করা হচ্ছে।

স্থানীয়দের আশঙ্কা, যত্রতত্র এভাবে গ্যাস সিলিন্ডার বিক্রির কারণে যেকোনো মুহূর্তে বিস্ফোরণ ঘটে প্রাণহানির ঘটনা ঘটতে পারে। একই আশঙ্কা সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও।

সরেজমিনে দেখা গেছে, ঈশ্বরগঞ্জ পৌর শহর ছাড়াও উপজেলার রাজীবপুর বাজার, তারুন্দিয়া, মধুপুর, মাইজবাগ, লক্ষ্মীগঞ্জ, আঠারবাড়ি, কোনাপাড়া, জাটিয়া, সুটিয়া, হারুয়া, সোহাগী, মহেশপুর, খালবলাবাজার, এলাকায় মোবাইলের দোকান, ওষুধের দোকান, চায়ের দোকান, রেস্তোরাঁ, মুদির দোকান, ক্রোকারিজের দোকান, ইলেকট্রনিক্স দোকানসহ বিভিন্ন ধরনের দোকানে বিক্রির জন্য এলপিজি সিলিন্ডার অরক্ষিতভাবে রাখা হয়েছে। এসব দোকানের অধিকাংশের গ্যাস সিলিন্ডার বিক্রির লাইসেন্স নেই।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, কিছু দোকানে গ্যাস সিলিন্ডার বিক্রির লাইসেন্স থাকলেও অধিকাংশ দোকানে সেটা নেই। লোকজনের চাহিদা থাকায় ডিলারদের কাছ থেকে তারা গ্যাস সিলিন্ডার এনে বিক্রি করেন। তবে গ্যাস কোম্পানি এ বিষয়ে তাদের কিছু জানায়নি।

অনেক দোকানে লাইসেন্স ছাড়া বিক্রি হচ্ছে সিলিন্ডার গ্যাস

উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের সরতাজ বহেরা বাজারের একজন চা দোকানি নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমরা ছোট ব্যবসায়ী। সারাদিনে দু-একটা সিলিন্ডার বিক্রি করি। এ আইন সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই।’

ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মাহফুজুর রহমান বলেন, ‘বিস্ফোরক অধিদফতর ও ফায়ার সার্ভিস থেকে লাইসেন্স নিয়ে গ্যাস সিলিন্ডার বিক্রি করতে হয়। কিন্তু ঈশ্বরগঞ্জে অল্প কয়েকজন লাইসেন্স নিয়েছে। যারা লাইসেন্স নেয় তাদের ঝুঁকি সম্পর্কে সম্যক ধারণা নিয়ে অগ্নিনির্বাপক বোতল রাখার ব্যবস্থা করা হয় দোকানে। তবে অনেকে নিয়ম মানছে না।’

উপজেলা নির্বাহী অফিসার উম্মে রুমানা তুয়া বলেন, ‘খোলাবাজারে গ্যাস সিলিন্ডার বিক্রি করা নিষেধ। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা রয়েছে। এ বিষয়ে দ্রুত অভিযান চালানো হবে।’

এ সম্পর্কিত আরও খবর