নারায়ণগঞ্জের বন্দরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে সাড়ে ৯ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে র্যাব ১১।
শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুর ১২টায় উপজেলার মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করেন তারা।
বিকেলে গণমাধ্যমে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান পরিচালনা করে র্যাব। এ সময় কক্সবাজার থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি চেয়ার কোচে তল্লাশি করে অভিনব পন্থায় রক্ষিত ৯ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় ইয়াবা পাচারের দায়ে দুইজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন খুলনা ডুমুরিয়া থানাধীন বাঘাধারি এলাকার মো. সাগর আহম্মেদ (৩০) ও বরিশাল মেহেন্দীগঞ্জ থানাধীন সাদিকপুর এলাকার মো. জুয়েল (২৯)। তারা দীর্ঘদিন যাবৎ কক্সবাজার থেকে ঢাকায় সুকৌশলে ইয়াবা পাচার করে আসছে।
তিনি আরও জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, সাগর আহম্মেদ পেশায় একজন বাসের হেলপার। সে বাসের হেলপার পেশার পাশাপাশি কক্সবাজার থেকে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় ইয়াবা সরবরাহ করতেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।