বেনাপোলে ২ কোটি টাকার পণ্য আটক

যশোর, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বেনাপোল (যশোর) | 2023-08-25 14:14:12

শুল্ক ফাঁকি দিয়ে পাচারের অভিযোগে বেনাপোল সীমান্ত থেকে দুই কোটি টাকা মূল্যের কসমেটিকস ওষুধের একটি চালান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে ৪৯ ব্যাটালিয়ন বিজিবি একটি ম্যাসেজ দিয়ে সংবাদকর্মীদের এ তথ্য নিশ্চিত করেন। এর আগে গত বুধবার (১৮ ডিসেম্বর) বেনাপোল সীমান্তের তালমাড়ি নামক স্থান থেকে বিজিবি সদস্যরা একটি কাভার্ড ভ্যানসহ চালানটি আটক করে।

৪৯ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, গোপন খবরে বেনাপোল বন্দর এলাকায় বিজিবি অভিযান চালিয়ে কাভার্ড ভ্যানটি আটক করে। পরে হিসাব মিলিয়ে দেখা যায় অবৈধ চালানটিতে দুই কোটি টাকা শুল্ক ফাঁকি দেওয়া হচ্ছিল। পরে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আটককৃত পণ্যসহ কাভার্ড ভ্যানটি বেনাপোল বিভাগীয় শুল্ক গোডাউনে জমা করা হয়েছে।

তিনি আরও জানান, আটককৃত পণ্যের মধ্যে রয়েছে- ভারতীয় কসমেটিকস ৭৪ হাজার ৩৪৩ পিস ও ওয়ান টাইম পেপার কাপ ২ হাজার ১৫৬ কেজি এবং বিভিন্ন প্রকার ঔষধ ৯ হাজার ৯৪০ পাতা ও ইনজেকশন ১ হাজার ২১৮ পিস।

কাভার্ড ভ্যানসহ আটককৃত মালামালের মূল্য প্রায় ২ কোটি ৫৪ লাখ টাকা বলেও জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর