ঘন কুয়াশার কারণে শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটিসি।
শনিবার (২১ ডিসেম্বর) ভোর ৫টার দিকে ফেরি বন্ধ করে দেওয়া হয়। এতে শিমুলিয়া ঘাট এলাকায় দুই শতাধিক ছোট বড় যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। এর মধ্যে ট্রাকের সংখ্যাই বেশি।
মাওয়া বিআইডব্লিউটিসি সংশ্লিষ্ট মেরিন, সাফায়েদ আহমেদ ও কাফি জানান, শেষ রাত থেকে ঘন কুয়াশার কারণে পাঁচ ফুট দূরত্বে থাকা পদ্মা নদীর মার্কিং বাতি দেখা যাচ্ছিল না। এ অবস্থায় দুর্ঘটনার শঙ্কা থাকায় বিআইডব্লিউটিসি ফেরি চলাচল বন্ধ করে দেয়। এজন্য যানবাহন লোড করা দু’টি ফেরি ঘাটে এবং ১০টি ফেরি মাঝ নদীতে নোঙর করে রাখা হয়েছে।
ফেরিগুলো বন্ধ থাকায় প্রায় দুই শতাধিক গাড়ি শিমুলিয়া ঘাটে পারের অপেক্ষায় রয়েছে। কুয়াশা কমলে দুপুর নাগাদ ফেরি চালু করা হবে। তখন গাড়ির চাপও কমতে থাকবে।