চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। মাঝারি শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশার কারণে সাধারণ মানুষের জীবনযাপন বিপন্ন হয়ে পড়েছে।
শনিবার (২১ ডিসেম্বর) চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক সামাদুল হক জানান, কিছুদিন পর চুয়াডাঙ্গায় তাপমাত্রা আরো নিচে নেমে আসতে পারে।
ভোর থেকে ঘন কুয়াশা আর দমকা হাওয়ায় রাস্তাঘাট এবং বাজারে মানুষের উপস্থিতি ছিল একেবারেই কম। বেলা ১১টা পর্যন্ত সূর্যের দেখা পাওয়া যায়নি।
এদিকে ঘন কুয়াশার কারণে মাঠে লাগানো ধানের বীজতলা নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে বলে ধারণা করছে কৃষি বিভাগ।
সরেজমিনে দেখা যায়, সাধারণ মানুষ তাদের প্রয়োজনীয় কাজ ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না। এদিকে এলাকার মোড়ে মোড়ে মানুষ শীত থেকে বাঁচতে কাগজের টুকরো আর খড়কুটো দিয়ে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে।