সৌদিতে সড়ক দুর্ঘটনায় না.গঞ্জের ২ যুবক নিহত

নারায়ণগঞ্জ, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নারায়ণগঞ্জ | 2023-08-11 04:28:31

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন নারায়ণগঞ্জের দুই যুবক। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। নিহতদের একজনের বাড়ি নারায়ণগঞ্জ বন্দরে এবং অন্যজনের সোনারগাঁয়ে। তারা উভয়েই সম্পর্কে মামা-ভাগিনা।

শুক্রবার (২০ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় সৌদি আরবের মদিনা থেকে জেদ্দা ফেরার পথে গাড়ি উল্টে গিয়ে তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন- সোনারগাঁয়ের আব্দুল বাতেনের ছেলে সাজ্জাদ আহমেদ সাজু এবং নারায়ণগঞ্জ বন্দরের কলাবাগের সালাউদ্দিনের ছেলে মেজবাহ উদ্দিন ফাহিম। আহতরা হলেন- মতিউর, হানিফা ও সেলিম।

এ বিষয়টি নিশ্চিত করেছেন নিহত ফাহিমের ছোট ভাই ফারাবি ফাহাদ। নিহতরা সৌদি আরবে মাছের বাজারে কাজ করতেন।

এ সম্পর্কিত আরও খবর