শিল্প সমৃদ্ধ নারায়ণগঞ্জে অগ্নিনিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে আরও তিনটি ফায়ার স্টেশন নির্মিত হতে যাচ্ছে। এর মধ্যে দুটি মডার্ন ও একটি দ্বিতীয় শ্রেণির ফায়ার স্টেশন নির্মাণ করা হবে। সম্প্রতি নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফীন এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘দ্রুতই ফায়ার স্টেশন তিনটির কাজ শুরু করা হবে। নির্মাণ কাজ শেষ হলে এসব ফায়ার স্টেশন থেকে সেবা দেওয়া শুরু হবে। এর মধ্যে নতুন তিনটি ফায়ার স্টেশনের মধ্যে মডার্ন ফায়ার স্টেশন হবে কাঁচপুর ও শিবু মার্কেটে। অন্যদিকে পাগলায় দ্বিতীয় শ্রেণির ফায়ার স্টেশন হবে। সেখানে মূলত স্থল ও নদী ফায়ার স্টেশন হিসেবে তৈরি করা হবে।’
তিনি আরও বলেন, ‘প্রতিটি ফায়ার স্টেশনের জমি অধিগ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন। পাগলা ফায়ার স্টেশনের জন্য অর্থ সংক্রান্ত কার্যক্রম সম্পাদন হয়েছে। কাঁচপুর ফায়ার স্টেশনের টেন্ডার জানুয়ারিতে শুরু হবে। এছাড়া শিবু মার্কেট ফায়ার স্টেশনের টেন্ডার শুরু হবে ফেব্রুয়ারিতে।’