পটুয়াখালীতে ৭ উপাসনালয়ে বড় দিন উদযাপন হবে

পটুয়াখালী, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পটুয়াখালী | 2023-08-26 11:58:54

পটুয়াখালী জেলার সাতটি ধর্মীয় উপাসনালয় কেন্দ্রে জিশু খ্রিস্টের জন্মদিন পালন করা হবে। খ্রিস্টান ধর্মাবলম্বীদের সব থেকে বড় এই ধর্মীয় উৎসবকে নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কয়েক স্তরের নিরাপত্তার নিশ্চিত করা হয়েছে।

রোববার (২২ ডিসেম্বর) দুপুরে বড়দিন পালন উপলক্ষে পটুয়াখালী পুলিশ সুপারের কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান উপস্থিত খ্রিস্টান ধর্মীয় নেতাদের নিরাপত্তার সার্বিক বিষয়ে অবহিত করেন। এবং তাদের সহযোগিতা কামনা করেন।

এবার জেলার চারটি থানা এলাকার সাতটি উপাসনালয়ে বড় দিনের ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এগুলো হচ্ছে সদর উপজেলার বড়বিঘাই ইউনিয়নের শান্তি বানী গীর্জা, দুমকি উপজেলার লুথার‌্যঅন কংগ্রিয়েশন চার্চ, গলাচিপা উপজেলার পিসিবি আঞ্চলিক গীর্জা, কলাপাড়া উপজেলার নীলগজ্ঞ ইউনিয়নের ব্যাপিষ্ট গীর্জা, পৈষাতিক গীর্জা, ফেলোসিফ গীর্জা এবং ক্যাথলিক গীর্জা।

২৪ ডিসেম্বর বিকেল ৪টা থেকে শুরু হয়ে ২৫ ডিসেম্বর দুপুর ১টায় বড় দিনের অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।

এ সম্পর্কিত আরও খবর