৬ দিন পর সূর্যের দেখা, স্বস্তিতে শ্রমজীবীরা

কুড়িগ্রাম, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম,কুড়িগ্রাম | 2023-08-10 13:29:09

গত কয়েক দিনের শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছিলো কুড়িগ্রাম জেলার মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। তবে আজ দীর্ঘ ৬ দিন পর সূর্যের দেখা মেললো। এতে বেশি স্বস্তি অনুভব করছেন শ্রমজীবী মানুষ।

সোমবার (২৩ ডিসেম্বর) কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের সিতাইঝাড় এলাকায় দেখা যায় সকল বয়সের নারী পুরুষসহ শিশুরা রোদ পোহাতে ভিড় জমাচ্ছেন বাড়ির আঙ্গিনায় অথবা খোলা জমিতে। কৃষকরাও মাঠে নেমেছেন কাজে।

কৃষক কাশেম আলী বলেন, বাবা আমরা গরিব মানুষ। আমরা কাজ না করলে পেটে ভাত যায় না। যত ঠাণ্ডাই হোক ক্ষেতে তো নামতেই হবে। তবে আজ রোদ ওঠাতে একটু স্বস্তি বোধ করছি।

দিনমজুর হোসেন আলী বলেন, গত কয়েক দিন ঠাণ্ডায় কাজ করতে পারিনি। তাই কোন ধরনের আয় হয়নি। একটু কষ্টে দিন কাটাচ্ছি। আজ রোদের দেখা পেয়ে খুবই স্বস্তি বোধ করছি। রোদে কাজ করতে খুবই ভালো লাগছে। এরকম রোদ প্রতিদিন থাকলে কাজকর্ম করতে আমাদের জন্য সুবিধা হয়।

কুড়িগ্রামে আজকের তাপমাত্রা ১১.৩ ডিগ্রি সেলসিয়াস বলে জানিয়েছে কুড়িগ্রাম রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার।

এ সম্পর্কিত আরও খবর