শীতের প্রভাবে সাভারে কমেছে সবজির দাম

ঢাকা, দেশের খবর

উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাভার(ঢাকা) | 2023-08-25 00:15:17

গত কয়েকদিনের শীতের প্রভাবে সাভারের কাঁচাবাজারে কমতে শুরু করেছে সবজির দাম। গত ৪-৫ দিনের তীব্র শীতে বাজারে ক্রেতাদের ভিড় কম হওয়ায় এর প্রভাব সবজির বাজারে পড়তে শুরু করেছে। বাজারে সবজির পর্যাপ্ত সরবারহ থাকায় দাম কমেছে, এতে স্বস্তি প্রকাশ করেছেন ক্রেতা সাধারণ।

সাভারের বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা যায়, সব ধরনের সবজির দাম কেজি প্রতি ২০টাকা কমেছে। সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে সাভার কাঁচাবাজার, আশুলিয়ার বাইপাইলসহ ছোট বড় বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা যায় এমন চিত্র।

শিম গত সপ্তাহের তুলনায় কেজি প্রতি ২০ টাকা কমে আজ সোমবার বিক্রি হচ্ছে ৪০ টাকায়, টমেটো ২৫ টাকা কমে বিক্রি হচ্ছে ৬০ টাকায়, কাঁচামরিচ ২০ টাকা কমে বিক্রি হচ্ছে ৪০ টাকায়, এছাড়া দাম কমেছে বাঁধাকপি, ফুলকপি, বেগুন, লাউ, পালংশাকসহ সব ধরনের সবজির দাম। তবে পেঁয়াজের (পুরাতন) দাম ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১০০ টাকায়। এছাড়া নতুন পেঁয়াজ ও আলুর দাম স্বাভাবিক রয়েছে।

সবজির বাজার
বাজারে সবজির পর্যাপ্ত সরবরাহ ও দাম কমায় স্বস্তি ফিরেছে ক্রেতাদের মাঝে

সবজি ক্রেতা মোহন বলেন, সব ধরনের সবজির দাম আগের চেয়ে তুলনামূলক কমেছে। কিন্তু পেঁয়াজ ও মরিচের দাম কমে যাওয়ার পরেও ক্রয় ক্ষমতার বাইরে রয়েছে। এই দুই পণ্যের দাম আরেকটু কমলে এখানকার আমরা যারা পোশাক শ্রমিক আছি তাদের ক্রয় ক্ষমতার মধ্যে চলে আসতো।

অপর ক্রেতা জাকির হোসেন বলেন, সব সবজির দাম কমেছে, আমরা সহজেই তা কিনতে পারছি। কিন্তু পেঁয়াজ কয়দিন আগে কিনেছি ৮০ টাকায়, আজ কিনতে হলো ১০০ টাকায়। শুধু পেঁয়াজের দাম বেড়েছে আর অন্য সব সবজির দাম কমেছে।

আশুলিয়ার বাইপাইল এলাকার হাজী সদর আলী সুপার মার্কেটের সবজি বিক্রেতা মোস্তাফিজুর রহমান বলেন, 'আগের চাইতে এখন শাক ও সবজির দাম অনেকটাই কম। কম দামে আমরা পাচ্ছি তাই কমে বিক্রি করছি। বেশি দামে কিনলেও সীমিত লাভে বিক্রির চেষ্টা করি আমরা।'

সাভার বাজার
শীতকালীন সবজির দাম কেজি প্রতি ২০ টাকা কমেছে, ছবি: বার্তা২৪.কম

সাভার কাঁচাবাজারের সবজি বিক্রেতা শাহাবুদ্দিন বলেন, ‘আগের তুলনায় পেঁয়াজ, কাঁচামরিচ, বেগুন, টমেটোর কেজিপ্রতি ২০ থেকে ২৫ টাকা দাম কমেছে। বাজারে সবজির সরবরাহ বেশি আর এই শীতে ক্রেতা কম থাকায় সবজির দাম কমেছে।’

এ সম্পর্কিত আরও খবর