‘পার্বত্য ভূমি কমিশন আইন সংশোধনের বিকল্প নেই’

রাঙামাটি, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাঙামাটি | 2023-08-25 05:27:56

পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি আনোয়ার উল হক বলেছেন, পার্বত্য ভূমি কমিশনের বর্তমান আইন সম্পর্কে চলমান আন্দোলনে কমিশনের কিছুই করার নেই। এই আইন নিয়ে সরকারেরও সীমাবদ্ধতা আছে। সরকার কর্তৃক আইনটি সংশোধনের মাধ্যমেই আন্দোলনকারীদের প্রস্তাবনা বাস্তবায়ন সম্ভব। অন্যথায় বর্তমান আইনের আলোকেই ভূমি কমিশন তার কার্যক্রম চালিয়ে যাবে।

তিনি বলেন, আমরা আন্দোলনরতদের কাছ থেকে প্রস্তাবনা গ্রহণ করেছি। এটি সরকারের কাছে পাঠিয়ে দিবো। পরবর্তীতে প্রাপ্ত নির্দেশনা অনুসারে এগিয়ে যাবে ভূমি কমিশন।

সোমবার (২৩ ডিসেম্বর) রাঙামাটি জেলা পরিষদে কমিশনের নতুন কার্যালয়ে পূর্বনির্ধারিত বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে চেয়ারম্যান এসব কথা বলেন।

এসময় ভূমি কমিশন চেয়ারম্যান আন্দোলনকারীদের উদ্দেশ্য করে বলেন, আপনারা নিশ্চিত থাকুন, সংবিধান ও আইনের বহির্ভূত কোনো কিছুই আমরা (পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন) করবো না। পার্বত্য চট্টগ্রামে বিরাজমান ভূমি বিরোধকে কেন্দ্র করে গঠিত ভূমি কমিশনের কারণে পাহাড়ের নাগরিকদের সাংবিধানিক অধিকার ক্ষুন্ন হবে না।

আরও পড়ুন: পার্বত্য ভূমি কমিশনের বৈঠককে কেন্দ্র করে উত্তপ্ত রাঙামাটি

এ সম্পর্কিত আরও খবর