মাদারীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিক্ষকসহ নিহত ৩

মাদারীপুর, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মাদারীপুর | 2023-08-30 09:04:23

মাদারীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিক্ষকসহ তিনজন নিহত হয়েছেন।

সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে শহরের খাকদি এতিমখানা এলাকায় বালু বোঝাই ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে তানজিলা আক্তার (৩০) নামে এক শিক্ষিকা নিহত হয়েছেন।

নিহত তানজিলা সদর উজেলার ঘটমাঝি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা এবং একই এলাকার টিপু মাতুব্বরের স্ত্রী।

অপরদিকে, রাজৈরে থ্রি হুইলার চালিত মাহিন্দ্র নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় ৮ জন আহত হয়েছে।

সোমবার দুপুর ২টার দিকে উপজেলার টেকেরহাট-কদমবাড়ি ফিডার সড়কের কদমবাড়ি ইউনিয়নের বায়নবীর নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, আড়ুয়াকান্দি গ্রামের অনন্ত বিশ্বাসের ছেলে অনুপম বিশ্বাস (৩২) এবং নটাখোলা গ্রামের নরেশ মজুমদারের ছেলে বিশ্বজিত মজুমদার (৩৫)।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, কদমবাড়ি থেকে টেকেরহাটগামী মাহিন্দ্র ৯ জন যাত্রী নিয়ে যাত্রা শুরু করে। পথিমধ্যে বায়নবীর নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় অনুপম বিশ্বাস ঘটনাস্থলেই মারা যায় এবং বিশ্বজিত মজুমদারকে রাজৈর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

আহতদের মধ্যে বিশ্বজিত মজুমদারের মেয়ে দোলা মজুমদারকে ফরিদপুর মেডিকেল হাসপাতালে এবং চয়ন মজুমদারকে রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি পাঁচজনকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এ সম্পর্কিত আরও খবর