পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এ তাপমাত্রা রেকর্ড করা হয়।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বার্তা২৪.কমকে জানান, মঙ্গলবার সকাল ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। যা সারা দেশে সর্বনিম্ন।
গত কয়েকদিন ধরে পঞ্চগড়ের তাপমাত্রা ওঠানামা করছে। দিনের বেলা ঘন কুয়াশা ও রাতের বেলায় হিমেল হাওয়া প্রবাহিত হওয়ায় শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে।
জেলার ৫টি উপজেলার সাধারণ মানুষ খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না। অনেকেই শীত নিবারণের জন্য বাড়ির আঙিনায় কিংবা ফুটপাতে খড়কুটা জ্বালিয়ে রেখেছেন।
পঞ্চগড় জেলার হতদরিদ্র শীতার্ত মানুষের সংখ্যা প্রায় ২ লাখ। জেলা প্রশাসনের পক্ষ থেকে ৩০ হাজার ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আরো ৫ হাজারসহ মোট ৩৫ হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।