ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ায় মেহেরপুর জেলার সড়কগুলোতে যানবাহন চলাচলে মারাত্মক ব্যাঘাত ঘটছে। বিরূপ প্রভাব পড়েছে জনজীবনে।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৯টায় চুয়াডাঙ্গা-মেহেরপুর অঞ্চলে সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.২ ডিগ্রি সেলসিয়াস।
সোমবার রাত থেকে মেহেরপুর জেলা ঘনকুয়াশায় ঢেকে যায়। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ভোরে কুয়াশায় ঘেরা সড়ক দিয়ে যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে পড়ে। বেলা বাড়ার সাথে সাথে কুয়াশা কিছুটা কমলেও পরিবেশ স্বাভাবিক হয়নি। ফলে হেড লাইট জ্বালিয়ে কম গতিতে সতকর্ততার সঙ্গে চলছে বিভিন্ন প্রকার যানবাহন।
গত কয়েকদিনের মতই প্রচণ্ড শীতের আবহাওয়া বিরাজ করছে পুরো জেলাজুড়ে। উত্তরের ঠাণ্ডা বাতাস বাড়িয়ে দিচ্ছে শীতের তীব্রতা। এতে খেটে খাওয়া কর্মজীবী মানুষেরা পড়েছেন বিপাকে।
পূর্বমালসাদহ গ্রামের জাকির হোসেন বলেন, ফজরের নামাজের পর প্রতিদিন হাঁটতে বের হই। আজ ঘন কুয়াশায় ১০ ফুট দূরের কিছুই দেখা যাচ্ছে না।
মেহেরপুর-কুষ্টিয়া সড়কে চলাচলকারী লোকাল বাসের চালক আব্দুল্লাহ জানান, ঘন কুয়াশার কারণে নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছে না যানবাহনগুলো।