হাজীগঞ্জে ‘হ্যালো ওসি’ কার্যক্রম চালু

চাঁদপুর, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চাঁদপুর | 2023-08-28 03:29:33

পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাঁদপুরের হাজীগঞ্জ থানায় চালু হয়েছে ‘হ্যালো ওসি’ নামের ব্যতিক্রমী কার্যক্রম।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ১১টায় হাজীগঞ্জ পশ্চিম বাজার বিশ্ব রোডস্থ চৌরাস্তার পাশে অনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন হাজীগঞ্জ থানার ওসি মো. আলমগীর হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, আইনি সেবা মানুষের দ্বারপ্রান্তে পৌঁছে দিতেই ব্যতিক্রমী এ কার্যক্রম চালু করা হয়েছে। যখনই পুলিশের সহযোগিতা প্রয়োজন তখনই ওসির মুঠোফোনে ডায়াল করুন। কোনো দালাল বা কোনো ব্যক্তির দ্বারস্থ হবেন না।

তিনি আরও বলেন, থানায় কোন মান্থলি (মাসিক) দিতে হয় না। আপনারা কোন পুলিশকে চাঁদা দিবেন না। পুলিশের কথা বলে কেউ চাঁদা নিলে লিখিত অভিযোগ করবেন। আমরা সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব।

অনুষ্ঠানে থানার উপ-পরিদর্শক রমিজ উদ্দিন, হাজীগঞ্জ উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি রোটা আলী আশরাফ দুলাল, উপ-পরিদর্শক মাহমুদুল হক ভূঁইয়া ও স্থানীয় গণমান্য ব্যক্তিরা ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর