মুন্সিগঞ্জের লৌহজংয়ে একটি ভেকু মেশিন (মাটি কাটার যন্ত্র) নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যাওয়ার ঘটনায় মেশিনটির চালক জুয়েল শেখ (১৮) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জুয়েল শেখ ফরিদপুর জেলার পশ্চিম আলিপুর গ্রামের শহীদ শেখের ছেলে।
আহতরা হলেন- মো. সুমন মৃধা (২৪), মো. আনোয়ার শেখ (২২), মো. শাহিন হাওলাদার (২৩)। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
লৌহজং থানার ওসি মো. আলমগীর হোসাইন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, উপজেলার মেদিনী মন্ডল এলাকায় মাওয়া থেকে মাটিকাটার কাজে ব্যবহৃত একটি ভেকু মেশিন খানবাড়ী সড়কে দিকে যাচ্ছিল। পথিমধ্যে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মেশিনটি রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। এতে চালক জুয়েল শেখ ঘটনাস্থলেই মারা যান। এ দুর্ঘটনায় তিনজন আহত হন। আহতরা সাতরে পাড়ে উঠতে পারলেও চালককে খুঁজে পাওয়া যাচ্ছিলো না।
ওসি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৩ জন ডুবুরি ১১ ঘণ্টা চেষ্টা চালিয়ে বিকেল ৫টার দিকে চালক জুয়েল শেখের লাশ উদ্ধার করে।