গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ফাতেমা বেগম (৩২) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় কাইফা বেগম ও কোহিনুর বেগম নামের দুই নারীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার বাহাদুরপুর এলাকা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ফাতেমা বেগম বাহাদুরপুর গ্রামের আশরাফুল ইসলামের স্ত্রী।
স্থানীয়রা জানান, গৃহবধূ ফাতেমা বেগম ও তার স্বামী আশরাফুল ইসলামের সঙ্গে কয়েকদিন ধরে পারিবারিক বিষয়ে ঝগড়া-বিবাদ হচ্ছিল। সোমবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাতে আশরাফুলের বাড়ি আঙিনায় ফাতেমার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশ খরব পেয়ে মঙ্গলবার দুপুরে মরদেহ উদ্ধার করে।
এদিকে ফাতেমার স্বজনদের দাবি, ফাতেমাকে শ্বাসরোধ করে হত্যা করে আশরাফুল ও তার বাড়ির লোকজন পালিয়েছে।
গোবিন্দগঞ্জ থানার ওসি (তদন্ত) আফজাল হোসেন বার্তা২৪.কমকে জানান, ফাতেমার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি মামলা দায়ের পর ঘটনার সঙ্গে জড়িত দুই নারীকে আটক করা হয়েছে।