নেত্রকোনার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের উৎরাইল বাজারে বালুবাহী ট্রাকের চাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জেলার দুর্গাপুর উপজেলার বিশ্বনাথপুর গ্রামের নুরুল ইসলামের স্ত্রী সুলেমা খাতুন (৩৫), শিমুলতলা গ্রামের আব্দুল কুদ্দুস (৪৫) ও ইন্দ্রপুর গ্রামের নুরুল মিয়া (৩৮)।
পুলিশ ও স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের জারিয়া থেকে অটোরিকশা করে চার যাত্রী দুর্গাপুরের দিকে যাচ্ছিলেন। তারা বিরিশিরি ইউনিয়নের উৎরাইল বাজার এলাকায় গেলে দুর্গাপুর থেকে ময়মনসিংহগামী একটি বালু বোঝাই ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়।
এতে তিন যাত্রী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথে সুলেমা নামে এক যাত্রী মারা যান।
আহত অপর দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বার্তা২৪.কমকে নিশ্চিত করে বলেন, ট্রাকটিকে জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।