ব্রাহ্মণবাড়িয়ায় ৮৯টি ভারতীয় মোবাইলসহ আটক ২

ব্রাহ্মণবাড়িয়া, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ব্রাহ্মণবাড়িয়া | 2023-08-25 21:03:16

ব্রাহ্মণবাড়িয়ায় রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা ১২ লাখ টাকা মূল্যের ৮৯টি ভারতীয় মোবাইল সেটসহ দুই পাচারকারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকালে জেলা শহরের ভাদুঘর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। সন্ধ্যায় বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

আটকরা হল, জেলার আখাউড়া উপজেলার কালিকাপুর এলাকার উদন মিয়ার ছেলে ইমরান হোসেন (৩২) ও একই এলাকার বীরচন্দ্রপুরের খোকন মিয়ার ছেলে আতিকুল ইসলাম পায়েল (২০)।

ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. জিয়াউল হক বার্তা২৪.কমকে জানান, সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে আনা মোবাইল সেট ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায় বিক্রি করছে একটি চক্র। এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল শহরের ভাদুঘর এলাকায় অভিযান চালায়। এসময় পৌর বাস টার্মিনাল এলাকা থেকে ১২ লাখ টাকা মূল্যের ৮৯টি ভারতীয় মোবাইল সেটসহ দুইজনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্ততি চলছে।

এ সম্পর্কিত আরও খবর