অ্যালকোহল রাখায় হোমিও দোকান মালিকের কারাদণ্ড

কুষ্টিয়া, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া | 2023-08-31 19:23:57

কুষ্টিয়ার ভেড়ামারায় হোমিওপ্যাথিক ওষুধের দোকানে অ্যালকোহল রাখায় খন্দকার জাহাঙ্গীর হোসেন নামে এক দোকান মালিককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। একইসঙ্গে তাকে এক হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় ভেড়ামারা পৌরসভার মধ্যবাজার এলাকার এন.এস.হোমিও হলে এই অভিযান পরিচালনা করা হয়।

দণ্ডপ্রাপ্ত খন্দকার জাহাঙ্গীর হোসেন চাঁদগ্রাম ইউনিয়নের হিড়িমদিয়া এলাকার মৃত হারেস উদ্দীন খন্দকারের ছেলে।

আদালত পরিচালনা করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল মারুফ।

তিনি জানান, পৌরসভার মধ্যবাজার এলাকার এন.এস.হোমিও হলে বিপুল পরিমাণ অ্যালকোহল রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় দোকান থেকে ৪৩ লিটার অ্যালকোহল উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ মোতাবেক অবৈধভাবে মাদক জাতীয় দ্রব্য সংরক্ষণ করার অপরাধে খন্দকার জাহাঙ্গীর হোসেনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এ সম্পর্কিত আরও খবর