৯ থেকে ৬ ডিগ্রির ঘরে নেমেছে পঞ্চগড়ের তাপমাত্রা

পঞ্চগড়, দেশের খবর

মোহাম্মদ রনি মিয়াজী, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পঞ্চগড় | 2023-08-30 07:31:15

দেশের উত্তরের জেলা পঞ্চগড়। হিমালয়ের পাদদেশে অবস্থিত হওয়ায় হিমালয়ের হিম বাতাসের কারণে এ জেলায় শীতের তীব্রতা অনেক বেশি। বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। চলতি মৌসুমে এ পর্যন্ত এটিই জেলার সর্বনিম্ন তাপমাত্রা।

জেলায় মঙ্গলবার (২৪ ডিসেম্বর) তাপমাত্রা ছিল ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার এটিই ছিল সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা।

শীতে আগুন তাপাচ্ছে মানুষ, ছবি: বার্তা২৪.কম

আবহাওয়া অফিস জানিয়েছে, তাপমাত্রা আরো নিচে নামতে পারে। গত ১ মাস ধরে এ জেলায় তাপমাত্রা ওঠানামা করছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বার্তা২৪.কমকে জানান, বুধবার পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি মৌসুমে এ জেলার মধ্যে সর্বনিম্ন।

এদিকে, শীতের কামড়ে জবুথবু জেলার প্রায় ২ লাখ শীতার্ত মানুষ। যারা দিনরাত গরম কাপড়ের অভাবে শীতে কষ্ট পান। তাদের জন্য মাত্র ৩০ হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। যা প্রয়োজনের তুলনায় অনেক কম। শীতের কারণে কর্মহীন হয়ে পড়েছে হাজার হাজার সাধারণ মানুষ। মৃদু শৈত্য প্রবাহ ও ঘন কুয়াশা থাকায় জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছে না কেউই।

এ সম্পর্কিত আরও খবর