বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ

যশোর, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বেনাপোল(যশোর) | 2023-08-24 19:33:12

খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিনের ছুটির কারণে বুধবার (২৫ ডিসেম্বর) বেনাপোল বন্দর দিয়ে সকল ধরনের আমদানি-রফতানি বন্ধ রয়েছে। তবে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত অন্যদিনের মতো স্বাভাবিক রয়েছে।

বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন বার্তা২৪.কমকে জানান, বড়দিনের ছুটির কারণে আজ দুই দেশের মধ্যে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় এই পথে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাসিন খান জানান, বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকলেও দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক আছে।

এদিকে আমদানি-রফতানি বন্ধ থাকায় বন্দরের দুই পাশেই প্রবেশের অপেক্ষায় প্রায় সহস্রাধিক পণ্য বোঝায় ট্রাক আটকা পড়েছে। এসব পণ্যের মধ্যে শিল্পকারখানার কাঁচামাল, পাট ও পাটজাত দ্রব্য, তৈরি পোশাক, মাছ ও বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য রয়েছে।

এ সম্পর্কিত আরও খবর