টেকনাফে ভিক্ষুক পুনর্বাসনের উদ্যোগ

কক্সবাজার, দেশের খবর

উপজেলা করেসপন্ডেন্ট,বার্তা ২৪. কম,কক্সবাজার (টেকনাফ) | 2023-08-20 15:20:34

কক্সবাজারের টেকনাফে ভিক্ষুকদের পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। এতে উপজেলার ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার আড়াই শতাধিক ভিক্ষুকের একটি তালিকা করা হয়েছে।

বুধবার (২৫ ডিসেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলা পরিষদে তালিকা যাচাই-বাচাই করে উপজেলা প্রশাসন। তালিকা অনুযায়ী চাহিদামত সরকার তাদের দোকান ঘর, ছাগল, হাঁস, মুরগি ও ব্যবসায়িক উপকরণ বিতরণ করবে।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাজাহান আলি, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল মনসুর, বাহারছড়ার ইউপি চেয়ারম্যান আজিজ উদ্দিন, হ্নীলার ইউপি চেয়ারম্যান রাশেদ মুহাম্মদ আলী প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর