‘বর্তমান সরকারের আমলেই শিক্ষার উন্নয়ন হয়েছে’

গাইবান্ধা, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম গাইবান্ধা | 2023-08-05 13:58:48

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া বলেছেন, বর্তমান সরকারের আমলেই শিক্ষা ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন ঘটেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে অবৈতনিক ও বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থা চালু করেছেন।

বুধবার (২৫ ডিসেম্বর) ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া খবিরিয়া দাখিল মাদরাসার চারতলা ভবনের নির্মাণ কাজের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডেপুটি স্পিকার আরও বলেন, আওয়ামী লীগ সরকার শিক্ষাবান্ধব সরকার। শিক্ষার আলো ঘরে ঘরে পৌঁছে দিতে বদ্ধপরিকর।

মাদরাসা ভবনের নির্মাণ কাজের উদ্বোধনকালে আরও উপিস্থিত ছিলেন, ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু রায়হান দোলন, ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল হোসেন, কঞ্চিপাড়া খবিরিয়া দাখিল মাদরাসার সভাপতি ইউনুছ আলী, মাদরাসা সুপার আব্দুল লতিফ, আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম, গাইবান্ধা জেলা যুবলীগের সভাপতি সরদার শাহীদ হাসান লোটন, ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্ণধার সোহেল রানা প্রমুখ।

 

এ সম্পর্কিত আরও খবর