স্বাভাবিক দৌলতদিয়া ফেরি ঘাট, কমেছে ভোগান্তি

রাজবাড়ী, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম,রাজবাড়ী | 2023-08-30 18:13:20

ঘন কুয়াশার কারণে গত কয়েক দিন ধরে দীর্ঘ সময় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়ে নদী পারের জন্য অপেক্ষায় থাকা যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকগুলো।

তবে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ঘাট রয়েছে স্বাভাবিক। ঘাটে এসে পৌঁছানোর পর ১০ থেকে ১৫ মিনিটের মধ্যেই ফেরির দেখা পাচ্ছেন যাত্রীবাহী বাসের চালকরা। তবে পণ্যবাহী ট্রাকগুলোকে কিছু সময় অপেক্ষা করতে হচ্ছে ফেরির জন্য।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বেলা ১২টায় সরেজমিন ঘাট এলাকায় গিয়ে দেখা যায়, দৌলতদিয়া জিরো পয়েন্ট থেকে এক কিলোমিটারের মতো ঢাকা-খুলনা মহাসড়কে নদী পারের জন্য অপেক্ষা করছে পণ্যবাহী ট্রাকগুলো। আর যাত্রীবাহী বাস ঘাট এলাকায় পৌঁছানোর কিছু সময় পর তারা ফেরিতে উঠে যাচ্ছে।

অন্যদিকে ছোট গাড়ীগুলো ফেরিতে ওঠার টিকিট নিয়েই সরাসরি তারা ফেরিতে উঠে যাচ্ছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) আবু আব্দুল্লাহ রনি বার্তা২৪.কম-কে বলেন, ঘাট এখন পুরোপুরি স্বাভাবিক রয়েছে। ভোর রাতে মাত্র ঘণ্টাখানেক ফেরি চলাচল বন্ধ ছিল। এখন চারটি পন্টুন দিয়ে ১৫টি ফেরি চলাচল করছে।

এ সম্পর্কিত আরও খবর