পীরগাছার আকাশে দেখা গেছে বলয়গ্রাস সূর্যগ্রহণ

রংপুর, দেশের খবর

উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পীরগাছা (রংপুর) | 2023-08-26 12:28:07

বছরের শেষ সূর্যগ্রহণ দেখলো পীরগাছাবাসী। বলয়গ্রাস নামের এই সূর্যগ্রহণটি সকাল ১০টার দিকে শুরু হয়। যা চলে দুপুর ১২টা ১ মিনিট পর্যন্ত।

রংপুর আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান বার্তা২৪.কমকে এ তথ্য জানান।

তিনি বলেন, বছরের শেষ এই সূর্যগ্রহণটির নাম বলয়গ্রাস সূর্যগ্রহণ। বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন ‘রিং অব ফায়ার’। পূর্ণগ্রাস সূর্যগ্রহণে চাঁদ সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলে। তবে বলয়গ্রাসের সময় চাঁদ সূর্যকে পুরোপুরি ঢাকতে পারে না। এ সময় সূর্যের চারদিকে একটি বলয় বা চুড়ির মতো দেখা যায়। তাই একে বলয়গ্রাস সূর্যগ্রহণ বলে।

তিনি আরও বলেন, সূর্যগ্রহণের সময় সরাসরি সূর্যের দিকে না তাকাতে এবং বাইনোকুলার বা টেলিস্কোপের সাহায্যে সূর্যগ্রহণ না দেখার অনুরোধ করা হয়েছিলো।

এদিকে, সূর্যগ্রহণের খবরে পুরো এলাকার মানুষের মধ্যে কৌতুহলের সৃষ্টি হয়। অনেককে কালো চশমা পড়ে বলয় সূর্যগ্রহণ উপভোগ করতে দেখা গেছে।

উপজেলার নেকমাদুদ বাজারে সূর্যগ্রহণ দেখছিলেন রমজান আলী। কথা হলে বার্তা২৪.কমকে তিনি বলেন, শুনছি সাল ফিল্টার গ্লাসের মাধ্যমে বলয় সূর্যগ্রহণ দেখা যায়। কিন্তু আমাদের এখানেতো সেই সুবিধা নাই। তাই কালো চশমা পড়ে দেখার চেষ্টা করছি।

এ সম্পর্কিত আরও খবর