সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন। দুপুরে গোয়ালন্দ মোড়ে দুয়েক ফোটা বৃষ্টি পড়েছে। সারাদিন রাজবাড়ীর পাঁচ উপজেলার কোথাও সূর্যের দেখা মেলেনি। আকাশ মেঘাচ্ছন্নের সাথে সাথে রয়েছে কনকনে শীত। প্রচণ্ড শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। খুব একটা জরুরী কাজ ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বৃহত্তর ফরিদপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস। যা বুধবার (২৫ডিসেম্বর) ছিল ১১ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস। আর গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস।
ফরিদপুর আবহাওয়া অফিসের পেশাগত সহকারী এস এস সূর্জুল আমিন বার্তা২৪.কমকে বলেন, শুধু রাজবাড়ীতেই নয়, বৃহত্তর ফরিদপুরের কোথাও আজ সূর্য দেখা যায়নি। এরকম আরো দুই থেকে তিনদিন থাকার সম্ভাবনা রয়েছে। তবে এসময় কোথাও কোথাও হালকা বৃষ্টি নামতে পারে। সেই সাথে শৈত্যপ্রবাহও থাকবে।