শীতবস্ত্র পেয়ে খুশি লক্ষ্মীপুরের দুর্গম চরের শীতার্তরা

লক্ষ্মীপুর, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, লক্ষ্মীপুর | 2023-08-29 05:40:53

লক্ষ্মীপুরের মেঘনা নদীর দুর্গম চরের শীতার্তদের মাঝে পিএলজেড নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যাগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার মেঘনা নদীর দ্বীপ মেঘার চরে এসব বিতরণ করা হয়। এসময় দুই শতাধিক নারী-শিশু-বৃদ্ধদের শীতবস্ত্র ও কম্বল দেওয়া হয়। শীতবস্ত্র পেয়ে খুশি দুর্গম চরের বাসিন্দারা।

এসময় উপস্থিত ছিলেন পিএলজেড সোশ্যাল অর্গানাইজেশনের সভাপতি মেহেরুন হাসান রাজু, সহ-সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন রাফি, সদস্য সিফাত, অজয়, হাফসা ও জান্নাত প্রমুখ।

আয়োজকরা জানায়, ২০১৪ সালে সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সময় জেলার অসহায় নদীভাঙন কবলিত ও সুবিধাবঞ্চিত মানুষদের সহযোগীতায় কাজ করে যাচ্ছে। প্রতিবছরই এ সংগঠনের পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

চরের বাসিন্দা আবদুল ওদুদ বলেন, এখানে কেউ আমাদেরকে দেখতে আসে না। রোদ, ঝড়-বৃষ্টি, শীত সবই নিজেদের সহ্য করে নিতে হয়। দুঃসময়ে আমাদের পাশে কাউকে পাই না। এই শীতবস্ত্র পেয়ে আমরা খুশি হয়েছি। এই চরের মানুষের সহযোগীতায় সবাইকে এগিয়ে আসার জন্য তিনি অনুরোধ জানান।

সংগঠনটির সভাপতি মেহেরুন হাসান রাজু বলেন, চরের মানুষগুলো খুবই অবহেলিত। এখানে জনপ্রতিনিধিরাও আসে না।

 

এ সম্পর্কিত আরও খবর