বরগুনার পাথরঘাটা উপজেলার নির্বাহী অফিসার হুমায়ুন কবিরের সরকারি গাড়ির চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলা কাকচিড়া- বইনচুটকি সড়কে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কাকচিড়ার সিংড়াবুনিয়া আজিমপুর গ্রামের খালেক পঞ্চায়েতের ছেলে বশির (৩৫) ও মোফাজ্জল (৪০) ।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাইনচটকি ফেরিঘাট এলাকা থেকে ভাড়ায় যাত্রী নিয়ে বশির পাথরঘাটার উদ্দেশে রওয়ানা করেন। বাইনচটকি জমাদ্দার বাড়ির কাছাকাছি পৌঁছালে বিপরীত দিক থেকে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বহনকারী পাজেরো জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিকে চাপা দেয়।
এতে মোটরসাইকেল চালক বশির ও আরোহী মোফাজ্জল গুরুতর আহত হন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পাথরঘাটা ফায়ার সার্ভিসের কর্মীরা অ্যাম্বুলেন্সে করে বশির ও মোফাজ্জলকে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক বশিরকে মৃত ঘোষণা করেন। আহত মোফাজ্জলকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
ঘটনার পর ইউএনও’র গাড়ি ভাঙচুর করেন বিক্ষুব্ধ এলাকাবাসী। তবে ইউএনও হুমায়ুন কবির আহত হয়নি।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাবুদ্দিন জানান, মরদেহ ময়না তদন্তের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।