গাইবান্ধা সদর উপজেলার বিভিন্ন স্থান থেকে উদ্ধার হওয়া পাঁচটি শকুন দিনাজপুরের ইকোপার্কে পাঠানো হয়েছে। জেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সবুর হোসেন বার্তা২৪.কমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এগুলো বিপন্ন প্রায় হিমালয়ান গ্রিফন প্রজাতির শকুন। উন্নত চিকিৎসার জন্য শকুনগুলো দিনাজপুর ইকোপার্কে পাঠানো হয়েছে। সুস্থ হলে সেগুলোকে অবমুক্ত করা হবে।
এর আগে, বুধবার (২৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার ফলিয়া, কয়ারপাড়া ও আনন্দ বাজার এলাকার বিভিন্ন গাছ থেকে পাঁচটি জীবিত ও একটি মৃত শকুন উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা।