নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার জাঙ্গালিয়া এলাকায় অটোরিকশার ধাক্কায় আবু তালহা (০৭) নামে একটি শিশু নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তালহা উপজেলার বাঘানগর গ্রামের মিজানুর রহমানের ছেলে।
নিহতের বাবা মিজানুর রহমান জানান, বিকেলে তালহা তার নানার বাড়ি থেকে বাড়ি ফিরছিল। পথে জাঙ্গালিয়া স্কুলের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি অটোরিকশা তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। এ অবস্থায় স্থানীয়রা তালহাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে অটোরিকশাটি জব্দ করা হয়েছে। তবে চালক আগেই পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।