নাটোরের বাগাতিপাড়ায় বড়াল নদের পাড় থেকে একটি নবজাতক কন্যাশিশু উদ্ধার করা হয়েছে। নবজাতক শিশুটি তীব্র শীতে খালি গায়ে পড়ে ছিলো নদের পাড়ে।
শনিবার (২৮ ডিসেম্বর) সকালে উপজেলার বিহারকোল এলাকায় বড়াল নদীর ব্রিজের নিচে থেকে ওই নবজাতক কন্যা শিশুকে উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত নবজাতককে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিবিড় পরিচর্যাসহ চিকিৎসা দেয়া হচ্ছে। ধারনা করা হচ্ছে, অবৈধ গর্ভপাত ঘটিয়ে নবজাতককে স্থানীয় বিহারকোল ব্রিজ থেকে বড়াল নদীর তীরে জঙ্গলে ফেলে যাওয়া হয়েছে।
বাগাতিপাড়া থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মতিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ ঘটনাস্থল থেকে নবজাতককে উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে নবজাতককে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে।
বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) রাসেল আহমেদ বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সেখানে তাকে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে। বর্তমানে সে সুস্থ আছে।