ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের দরজা পুরুরা গ্রামে শিল্পি বেগম (২২) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যার করা হয়েছে ।
এ ঘটনায় শনিবার (২৮ ডিসেম্বর) ওই গৃহবধূর স্বামী রানা শেখ ও তার সহযোগী তুহিন শেখকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন নিহতের বাবা শাহজাহান মোল্যা। এর মধ্যে তুহিন শেখকে আটক করেছে পুলিশ।
এর আগে শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে পুলিশ গিয়ে রানা শেখের বাড়ির পার্শ্ববর্তী মাঠ থেকে গলা কাটা অবস্থায় শিল্পি বেগমের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, করিম জুট মিলে শ্রমিক হিসেবে কাজ করতেন শিল্পি বেগম। গত ৫ বছর আগে মুকসুদপুর উপজেলার গারলগাতি গ্রামের রানা শেখের সঙ্গে তার বিয়ে হয়। তাদের সংসারে লামিয়া নামে ৩ বছরের এক শিশু কন্যা রয়েছে।
সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলী জিন্নাহ বলেন, ‘ধারণা করা হচ্ছে, স্বামী রানা শেখ শিল্পিকে গলা কেটে হত্যা করে পালিয়ে গেছে। আর এ ঘটনায় রানার এক সহযোগীকে আটক করা হয়েছে। আমরা মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি।