নারায়ণগঞ্জ জেলার নবাগত পুলিশ সুপার জায়েদুল আলমকে গার্ড অব অনার দিয়ে বরণ করেছে জেলা পুলিশের কর্মকর্তাগণ।
শনিবার (২৮ ডিসেম্বর) বেলা ৩টায় জেলা পুলিশ সুপার কার্যালয়ে তাকে এ সম্মাননা প্রদান করা হয়। নতুন পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নারায়ণগঞ্জের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) নুরে আলম, এ এসপি (অপরাধ) আবদুল্লাহ আল মামুন, ইমরান মেহেদী সিদ্দিকী, সদর মডেল থানার ওসি আসাদুজ্জামান, ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন সহ অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, এসপি জায়েদুল আলম ২০১৬ সালে মুন্সিগঞ্জ জেলায় যোগদান করেন। তিনিই প্রথম ২০১৭ সালে মুন্সিগঞ্জের পুলিশ সদস্যদের মধ্যে ডোপ টেস্ট চালু করেন। তার গ্রামের বাড়ি মাদারীপুর জেলার কালকিনীতে। বিসিএস ২২তম ব্যাচের এই মেধাবী কর্মকর্তা একজন মুক্তিযোদ্ধার সন্তান।