দৌলতদিয়া ঘাট ফাঁকা

রাজবাড়ী, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজবাড়ী | 2023-08-21 19:03:26

ঘন কুয়াশার কারণে গত কয়েকদিন ধরে দীর্ঘ যানজটে থাকা রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাট এখন পুরোপুরি ফাঁকা। কিছু পণ্যবাহী ট্রাক ছাড়া ঘাট এলাকায় এখন আর তেমন কোনো ভিড় নেই।

রোববার (২৯ ডিসেম্বর) সকালে ঘাট এলাকায় গিয়ে এমন চিত্রই ধরা পড়ে।

নদী পারের জন্য কয়েকদিন আগেও যেখানে ৭-৮ ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে যাত্রীবাহী বাসগুলোকে, সেখানে এখন ঘাট এলাকায় পৌঁছালেই বাসগুলো সরাসরি ফেরির দেখা পাচ্ছে। কোনো রকম ভোগান্তি ছাড়াই বাসগুলো নদী পার হচ্ছে।

রাবেয়া পরিবহনের চালক রাকিব হোসেন বার্তা২৪.কমকে বলেন, ঘাটের পরিবেশ এখন অনেক সুন্দর হয়েছে। কোনো ভোগান্তি নেই। ঘাটে এসে ১০ মিনিটের মধ্যে ফেরিতে উঠে পড়েছি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন (বিআইডব্লিইটিসি) এর দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) আবু আব্দুল্লাহ রনি বার্তা২৪.কমকে বলেন, ঘাটে এখন কোনো যানজট নেই। ঘাট স্বাভাবিক রয়েছে। যাত্রীবাহী বাসগুলো কোনো রকম অপেক্ষা ও ভোগান্তি ছাড়াই তারা সরাসরি নদী পার হতে পারছে। আর কিছু পণ্যবাহী ট্রাক রয়েছে সেগুলো সিরিয়াল অনুযায়ী নদী পার করা হচ্ছে।

বর্তমান চারটি পল্টুন দিয়ে ১৫টি ফেরি এই নৌরুটে চলাচল করছে বলেও তিনি জানান।

এ সম্পর্কিত আরও খবর