দীর্ঘদিন পর সূর্যের দেখা মিলল পঞ্চগড়ে

পঞ্চগড়, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পঞ্চগড় | 2023-08-21 12:54:54

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

রোববার (২৯ ডিসেম্বর) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা সারা দেশের মধ্যে আজ সর্বনিম্ন তাপমাত্রা। 

জানা গেছে, রোববার সকাল ৭টার দিকে সূর্য উঠলেও ঠান্ডা কমেনি। ঘন কুয়াশা না থাকায় শৈত্যপ্রবাহের মাত্রাটা বেশি। হিমালয়ের বাতাস সরাসরি প্রবেশ করায় এখানকার তাপমাত্রা কমেছে। তবে দীর্ঘদিন পর সূর্যের ঝলমলে রোদে ক্ষণিকের স্বস্তি ফিরে এসেছে জনমনে।

তেঁতুলিয়া আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, গত ২৪ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর টানা ৪ দিন পঞ্চগড়ে সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়। এরপর রোববার আবারো দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় রেকর্ড করা হয়েছে।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বার্তা২৪.কমকে এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দীর্ঘদিন পর রোববার সূর্যের দেখা মিলেছে। এতে শীত না কমলেও সূর্যের ঝলমলে রোদে ক্ষণিকের স্বস্তি ফিরে এসেছে জনমনে।

এ সম্পর্কিত আরও খবর