নীলফামারী জেলা প্রশাসক কার্যালয়ে স্কিল ডেভেলপমেন্ট সেন্টার (দক্ষতা উন্নয়ন কেন্দ্র) উদ্বোধন করা হয়েছে। রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের দ্বিতীয় তলায় ফিতা কেটে ও ফলোক উন্মোচন করে এর উদ্বোধন করেন রংপুর বিভাগীয় কমিশনার কে এম তারিকুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আব্দুল মোত্তালেব সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আজাহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) খন্দকার নাহিদ হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মির্জা মুরাদ হাসান বেগ প্রমুখ।
পরে নতুন ওই কেন্দ্রে 'ভূমি ব্যবস্থাপনায় ইনফরমেশন টেকনোলজি প্রয়োগে সক্ষমতা বৃদ্ধি' বিষয়ক দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি। কর্মশালার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী। কর্মশালায় উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিসের ৪০জন অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার তারিকুল ইসলাম বলেন, প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। দক্ষতা উন্নয়নের সাথে প্রশিক্ষণের সম্পর্ক রয়েছে। প্রতিনিয়ত আমাদের শিখতে হচ্ছে। জেলা প্রশাসক কার্যালয়ে ব্যতিক্রমী এই কেন্দ্রটি চালু হওয়ার ফলে তথ্য প্রযুক্তিসহ বিশেষ বিশেষ ক্ষেত্রে কর্মদক্ষতার সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে।
কর্মশালা সঞ্চালনা করেন রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) নাহিদ তামান্না।