কুষ্টিয়ায় ২৫ টাকার একটি ইনজেকশন ৩০০ টাকায় বিক্রি করার অপরাধে এক দোকানিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে এ জরিমানা আদায় করেন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়ার সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান।
তিনি জানান, গত ৬ ডিসেম্বর নিলয় আহমেদ নামের এক ভোক্তা কুষ্টিয়া শহরের গেয়ারাতলা এলাকার হিকমাহ হাসপাতাল ফার্মেসিতে একটি ইনজেকশন কিনতে যান। এ সময় তার কাছ থেকে ২৫ টাকার একটি ইনজেকশন ৩শ টাকা রাখা হয়। পরে ৮ ডিসেম্বর জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়াতে অভিযোগ করেন তিনি।
অভিযোগের ভিত্তিতে ২২ ডিসেম্বর উভয় পক্ষের শুনানি অনুষ্ঠিত হয় এবং অভিযোগ প্রমাণিত হওয়ায় ফার্মেসি মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারা অনুযায়ী ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। রোববার (২৯ ডিসেম্বর) জরিমানার টাকা আদায় করা হয়।