দীর্ঘ নয় বছর পর ভোলার চরফ্যাশন উপজেলার নুরাবাদ ও আহম্মদপুর ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে।
সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ৯টায় ১৮টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হবে। শেষ হবে বিকেল ৫টায়।
নির্বাচনকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম।
জানা গেছে, দুই ইউনিয়নে ৭ চেয়ারম্যান প্রার্থীসহ, সংরক্ষিত নারী আসন ও সাধারণ সদস্য পদে মোট ৯৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে।
চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে দুইটি ইউনিয়নে ৪ স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। এর মধ্যে পুলিশ ৪শ জন, র্যাব ৪০ জন, বিজিবি দুই প্লাটুন, আনসার সদস্য ৩৮০ জন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ১২ জন ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২ জন নিয়োজিত থাকবে। নির্বাচনী সহিংসতা এড়াতে মাঠে পুলিশের মোবাইল টিম ও ভ্রাম্যমাণ আদালত কাজ করবে।
উল্লেখ্য, সীমানা বিরোধের জের ধরে দীর্ঘ নয় বছর ধরে এ দুইটি ইউনিয়নে নির্বাচন বন্ধ ছিল। এই দুইটি ইউনিয়নে মোট ৩০ হাজার ২৭২ জন ভোটার রয়েছে।