দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, ‘দুদকের লোকজনের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ রয়েছে। এ পর্যন্ত ২৫ জনকে চাকরিচ্যুত করা হয়েছে।’
রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসন সম্মেলন কক্ষে ‘দুর্নীতিমুক্ত সরকারি সেবা, দুর্নীতির অভিযোগের প্রকৃতি’ শিরোনামে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
দুদক চেয়ারম্যান বলেন, ‘আমরা আইনগুলো জানি কিন্তু মানি না। এটা একটা সমস্যা। আইনগুলো তৈরি করা হয় মান্য করার জন্য, আইন প্রয়োগ করার জন্য নয়। এটা আমাদের বুঝতে হবে যে, আইন না মানলে কোনো পুলিশের পক্ষে আইনশৃঙ্খলা রক্ষা করা সম্ভব না। রাষ্ট্রের মালিক হচ্ছে জনগণ আর সরকারি চাকরিজীবীরা হলেন জনগণের সেবক। সেজন্য প্রশাসনকে আস্থা অর্জন করতে হবে, যাতে দেশের প্রতিটি লোক সঠিক সেবা পান এবং প্রশাসনের প্রতি যেন আস্থাশীল হন।’
তিনি আরও বলেন, ‘আমাদের চেয়ারের মায়া ত্যাগ করতে হবে। আমরা একদিন চলে যাব, কিন্তু চেয়ারটা তার জায়গায় থাকবে। তাই আমরা যে যায়গায় আছি, সে জায়গা থেকে জনগণের আস্থা অর্জন করে দেশটাকে এগিয়ে নিতে হবে। জনগণ যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে।’
মৌলভীবাজারের জেলা প্রশাসক নাজিয়া শিরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সমাজকর্মী।