পোশাক পুরনো, দাম নতুনের কাছাকাছি

মেহেরপুর, দেশের খবর

মাজেদুল হক মানিক, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ,বার্তা২৪.কম, মেহেরপুর | 2023-09-01 06:40:50

সীমান্তবর্তী মেহেরপুর জেলাতেও জেঁকে বসেছে শীত। গেল দুই সপ্তাহের শৈত্যপ্রবাহে দরিদ্র মানুষের কষ্টের যেন সীমা নেই। শীত থেকে বাঁচতে পুরনো গরম কাপড় কেনার দিকেই ঝুঁকছেন অনেকেই। এ সুযোগে পুরনো পোশাক নতুন পোশাকের কাছাকাছি দামে বিক্রি হচ্ছে।

রোববার (২৯ ডিসেম্বর) মেহেরপুর জেলা শহরের সামনে, গাংনী বাস স্ট্যান্ড, বামন্দী হাট, বারাদী ও কেদারগঞ্জ বাজারসহ বিভিন্ন বাজারে ঘুরে দেখা গেছে পুরনো গরম পোশাকের অস্থায়ী দোকান বসেছে।

শীতের কাপড় কিনতে ফুটপাতে মানুষের ভিড়/ ছবি: বার্তা২৪.কম 

সব দোকান সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতাদের কেনাকাটায় থাকে মুখর। পুরুষের জন্য সোয়েটার, জ্যাকেট, ট্রাউজার, শার্ট, মাফলার আর নারী-শিশুদের জন্য ভিন্ন ভিন্ন মডেলের গরম কাপড়ের সমাহার এসব দোকানে।

গাংনী বাস স্ট্যান্ডে একটি দোকানে গরম কাপড় কিনতে আসা আম্বিয়া বেগম বলেন, বাচ্চাদের জন্য কয়েকটি সোয়েটার কিনেছি কিন্তু দাম খুব বেশি। শীত বেশি তাই ক্রেতাও বেশি। এ সুযোগ কাজে লাগাচ্ছে বিক্রেতারা।

ক্রেতারা কিনছেন গরম কাপড়/ ছবি: বার্তা২৪.কম

অন্যান্য ক্রেতারা জানান, এখানে শীতের কাপড় পুরনো হলেও মান নতুনের কাছাকাছি। তাই যত কমে পাওয়া যায়, তাতেই লাভ।

বিক্রেতারা বলছেন, শীতের এক থেকে দেড় মাস ব্যবসা হয়। দেশি-বিদেশি গরম কাপড় মফস্বলের এই সব মার্কেটে পাওয়া যায়। বিভিন্ন ধরনের পোশাক ভিন্ন ভিন্ন দামে বিক্রি হয়।

এ সম্পর্কিত আরও খবর