ভারতীয় ফেনসিডিল, গাঁজা, মদসহ প্রায় ৩ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে লালমনিরহাট বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)।
সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে লালমনিরহাট ১৫ বিজিবি অধিনায়ক লে. কর্নেল এস এম তৌহিদুল আলমের সভাপতিত্বে মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল আবু জাহিদ সিদ্দিকী।
ধ্বংসকৃত মাদকদ্রব্যের মধ্যে ছিল- ৬ হাজার ৯৬৬ বিদেশি মদ, ২ হাজার ৭২৪ পিস ইয়াবা ট্যাবলেট, ২১ হাজার ৬৬৩টি ভারতীয় ফেনসিডিল ও ১ হাজার ৫২৭ কেজি ৮৫ গ্রাম গাঁজা। ধ্বংসকৃত মাদকের আনুমানিক মূল্য ২ কোটি ৬১ লাখ ৬৮ হাজার ৩৫৫ টাকা।
মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু জাফর, জেলা পরিষদ চেয়ারম্যান মতিয়ার রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক গোলাম রব্বানী, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার হাফিজুর রহমান প্রমুখ। এ সময়, বিজিবির অন্যান্য কর্মকর্তা, সরকারি কর্মকর্তা, বর্ডার গার্ড স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, আমন্ত্রিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।