ধামরাইয়ে ৭ ইটভাটাকে ৩৫ লক্ষ টাকা অর্থদণ্ড

ঢাকা, দেশের খবর

উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাভার | 2023-08-24 22:36:33

ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে গড়ে ওঠা ৭ ইটভাটাকে ৩৫ লক্ষ টাকা অর্থদণ্ড দিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৩০ ডিসেম্বর) ধামরাইয়ের ভাড়ারিয়া এলাকায় পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাকসুদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাকসুদুল ইসলাম জানান, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নিয়ে অবৈধভাবে ইটভাটা পরিচালনা ও ইট তৈরির দায়ে মেসার্স এনএএন ব্রিকসকে ৫ লাখ, মেমার্স জেবিসি ব্রিকসকে ৫ লাখ, মেসার্স আরবিএলকে ৫ লাখ, মেসাজ কিং ব্রিকস ৫ লাখ, মেমার্স এমএএম ব্রিকসকে ৫ লাখ, মেসাস সেভেন স্টার ব্রিকসকে ৫ লাখ ও মেসাজ হালাল ব্রিকসকে ৫ লাখ সহ মোট ৩৫ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। ইটভাটার মালিককে অর্থদণ্ড দেওয়ার পাশাপাশি ইটভাটাগুলোকে ভেকু দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় ও পানি ছিটিয়ে ভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়।

তিনি আরও বলেন, উচ্চ আদালতের নির্দেশে এই অভিযান পরিচালনা করা হয়। ঢাকা ও এর আশপাশের বায়ু দূষণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ সম্পর্কিত আরও খবর