বুড়িমারী মহাসড়কে চাঁদাবাজি, প্রতিবাদে চালকদের বিক্ষোভ

লালমনিরহাট, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম,লালমনিরহাট | 2023-08-20 05:41:47

লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর মহাসড়কে চাঁদাবাজির প্রতিবাদে ট্রাকচালকরা বিক্ষোভ মিছিল করেছেন।

সোমবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এ কর্মসূচি পালন করেন তারা।

প্রত্যক্ষদর্শী ও ট্রাকচালকরা জানান, স্থানীয় ট্রাকচালকদের কাছ থেকে টার্মিনালের নামে ২২০ টাকা ট্রাক প্রতি চাঁদা নেওয়া হয়।

বুড়িমারী স্থলবন্দর ট্রাক ও কাভার্ড ভ্যানচালক সমবায় সমিতির সভাপতি রবিউল হোসেন বলেন, স্থলবন্দর থেকে ৬ কিলোমিটার দূরে সড়কে গাড়ি দাঁড় করিয়ে অবৈধভাবে টাকা নেওয়া হয়। প্রকাশ্যে চাঁদাবাজি চলছে। সমাধান না হলে আরও কর্মসূচি দেওয়া হবে।

বুড়িমারী ট্রাক টার্মিনালের সাধারণ সম্পাদক রেজাউল করিম বলেন, চাঁদাবাজি নয়। ম্যানুয়াল অনুযায়ী যে চালান কাটা হয় স্থানীয় চালকরা সে টাকা দিবে না। এই দাবিতে তারা সড়ক অবরোধ করছে।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার বলেন, কোনো বিশৃঙ্খলা যাতে না ঘটে এজন্য মহাসড়ক ও টার্মিনালে পুলিশ রয়েছে। আমরা গাড়ি চালক ও টার্মিনালের লোকজনের সাথে কথা বলছি। আশা করি সমস্যার সমাধান হবে।

এ সম্পর্কিত আরও খবর